চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আয়াতুল ইসলাম আয়াত (২০)-এর এবারের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আয়াতের চাচা ফারুক আহমেদ জানান, চার দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল আয়াত।
সিএমএইচ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যরা এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। এ ঘটনায় সাতজন আহত হন। হতাহতরা হাটহাজারী জুগিরহাট আরঅ্যান্ডজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক। সেদিন মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়েছিলেন তারা। ঝর্ণা দেখে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।