অভিবাসন আইন লঙ্ঘন এবং সেনাবাহিনীকে প্রভাবিত করার অভিযোগে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে এক জাপানি সাংবাদিককে আটক করেছে জান্তা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে জান্তা কর্তৃপক্ষ বলেছে, গত শনিবার ইয়াঙ্গুনে একটি সরকারবিরোধী সমাবেশ থেকে মিয়ানমারের দুই নাগরিকের সঙ্গে জাপানি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতাকে আটক করা হয়েছে। তিনি ওই বিক্ষোভের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন ও সেনাবাহিনীকে ভিন্নমতের প্রতি উৎসাহ যোগানোর অপরাধে অভিযোগ আনা হয়েছে।
দেশটিতে সেনাবাহিনীকে ভিন্নমতের প্রতি উৎসাহ দেওয়াকে অপরাধ হিসেবে দেখা হয়। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছরের জেল হতে পারে। এছাড়া অভিবাসন আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছরের জেলের বিধান রয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অন্তত ১৩৫ সাংবাদিককে আটক করা হয়েছে।
মার্কিন নাগরিক নাথান মং, ড্যানি ফেনস্টার, পোল্যান্ডের রবার্ট বোসিয়াগা এবং জাপানের ইউকি কিতাজুমির পর কুবোতা হলেন দেশটিতে আটক হওয়া পঞ্চম বিদেশি সাংবাদিক। এর আগে আটক চার জনকেই শেষ পর্যন্ত দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল।