ইন্দোনেশিয়ার জাকার্তার বাংলাদেশ দূতাবাস থেকে এক কূটনীতিককে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডিএম সালাহ উদ্দিন মাহমুদ ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ বলেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইন্দোনেশিয়ায় থাকাকালীন তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একটি অভিযোগ পাওয়া যায়। তবে সেটি এখনও প্রমাণ হয়নি।
মাহমুদ আরও বলেন, একটি তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রক সংস্থা গত মাসে দক্ষিণ জাকার্তায় কাজী আনারকলির বাসায় অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় গাঁজা পাওয়ায় মন্ত্রণালয় আনারকলির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে।
ভিয়েনা কনভেনশনের কারণে কাজী আনারকলিকে গ্রেপ্তার করা হয়নি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার নির্দেশ জারি করে।
এর আগে ২০১৭ সালে গৃহকর্মী নিখোঁজের দায়ে যুক্তরাষ্ট্র থেকে কাজী আনারকলিকে ফিরিয়ে আনা হয়েছিল।