বর্তমানে ডলারের দাম বাড়ার যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
খোলা বাজারে ডালার ১১২ টাকা দামেও বিক্রি হচ্ছে— এমন বিষয় অর্থমন্ত্রীকে সাংবাদিকরা অবহিত করলে তিনি বলেন, ‘সমস্যা নেই। এ সংকট কেটে যাবে। সরকার ডলারের মূল্য নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকেও ডলার আসবে। গত বছর রেমিট্যান্স থেকে ২৫ বিলিয়ন ডলার এসেছে। এবার আরও বেশি আসবে। এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকে আমরা যে ডলার পাবো তা দিয়ে বাৎসরিক ডালারের চাহিদা মেটানো সম্ভব।’