দেশের সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হয় ব্যাংক খাতে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ সংঘটিত হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছেন। এভাবে চললে দেশটা আগাবে কীভাবে- প্রশ্ন করেন আদালত।
আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো।
পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। ঋণ জালিয়াতি সংক্রান্ত এক মামলায় চার আসামির জামিন চাইলে আদালত এ আদেশ দেন।
আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।