শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুলবুল আহমেদ নামের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীতে।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তিনি খুন হন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুলের মৃত্যু হয়েছে।
সহকারী প্রক্টর জানান, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ওই টিলায় বেড়াতে যান বুলবুল। ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শাবির শিক্ষক-শিক্ষার্থীরা ওসমানী হাসপাতালে ছুটে যান।
সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, রাত ৮টার পর হাসপাতালে মৃত অবস্থায় ওই ছাত্রকে আনা হয়। রাত সোয়া ৯টায় তিনি জানান, জ্যেষ্ঠ কর্মকর্তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।