সোমবার রাত ৯ টা ২২ মিনিটে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে আর উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
তবে এ ভূমিকম্পে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে, এসময় আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন অনেকেই।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি। আর উৎপত্তিস্থল ভারতের সিকিমে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।