গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ।
রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া গ্রামের সমন আলীর ছেলে মাসুদ হোসাইন (২০) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রাহুল হোসেন (২২)।
এসআই সাখাওয়াত ইমতিয়াজ জানান, মাসুদ ও রাহুল জয়দেবপুর পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে মোটরসাইকেলযোগে কালিয়াকৈরের বাসায় ফিরছিলেন। রাহুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মাসুদ পেছনে বসা ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজ পার হয়ে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রাহুল নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।