মাগুরায় ছাদ থেকে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ২৩ বছর বয়সী ওই কনস্টেবলের নাম মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে খুলনা থেকে মাগুরায় বদলি হয়ে এসেছেন।
পুলিশ লাইনে ব্যারাকের ছাদ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ডিউটি শেষে পুলিশ লাইনের ব্যারাকে ফেরেন কনস্টেবল মাহমুদুল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ব্যারাকের ছাদে ওঠেন তিনি। এ সময় নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন।
মরদেহ ময়নতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহমুদুল খুলনার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবণীর দেহরক্ষী ছিলেন। এ দুই ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।