ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান, রাজু আহমেদ শিপন নামের ওই ট্রাকচালককে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী সদস্য রত্না বেগম (২৬) অন্তঃসত্ত্বা ছিলেন। ট্রাকচাপায় তার গর্ভের কন্যাসন্তান বের হয়ে আসে।
ওইদিন দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার দড়িরামপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনায় শিশুটির জন্ম হয়। ওই দুর্ঘটনায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৩৫), মা রত্না বেগম এবং আড়াই বছর বয়সী বোন জান্নাত আরার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর; তার স্ত্রী রত্না আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আল্ট্রাসনোগ্রাম করতে বাড়ি থেকে বের হলে সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকের চাপায় রত্নার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে। নবজাতকটি কন্যাশিশু। তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বর্তমানে নবজাতকটি ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকার লাবীব হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। কামরুজ্জামান জানান, নবজাতকটির হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। তবে এখন সে বেশ ভালো আছে।