বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৭% অর্থাৎ ১৪ টাকা কমে ১৮৫ টাকা দরে বিক্রি হবে।
রবিবার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করলো সরকার।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হবে ৯১০ টাকা, যা আগে ৯৮০ টাকা ছিল।
সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি পাম তেলের মূল্য ৬ টাকা কমে ১৫২ টাকা হবে।