গ্রীসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে ‘আন্তোনভ-১২’ নামে ইউক্রেনভিত্তিক কোম্পানির পরিচালিত একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশাল কার্গো প্লেনে ক্রুসহ কতজন আরোহী ছিলেন এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাব হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। একে বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছে।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। এয়ারক্রাফটের বোর্ডে অন্তত ৮ জন ছিলেন ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এ বিষয়ে ইউক্রেন, সার্বিয়া এবং জর্ডান থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।