রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়েও শান্তিতে নেই লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মালদ্বীপে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।
তাকে আশ্রয় না দিতে বুধবার (১৩ জুলাই) মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মালদ্বীপের বেশ কিছু শ্রীলঙ্কান প্রবাসী পতাকা ও প্ল্যাকার্ড হাতে গোতাবায়াকে প্রত্যাখ্যান করেন। দ্বীপটিতে কর্মরত এক লঙ্কান নাগরিক বলেন, মালদ্বীপের বন্ধুরা, আপনাদের সরকারকে আহ্বান জানান যাতে এদেশে অপরাধীদের রক্ষা না করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সামরিক প্লেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কয়েকজন রীতিমতো উচ্চস্বরে গোতাবায়াকে তিরস্কার করেন।