কুমিল্লায় প্রেমিকের হাত-পা বেঁধে প্রেমিকা ও তার ভাইয়ের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ যুবক আরাফাত ইসলাম রবিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১০ জুলাই) ঈদুল আজহার দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
নিহত রবিন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে।
এর আগে গত বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দেখা করার নাম করে ফোনে ডেকে নিয়ে তাকে বেঁধে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে প্রেমিকা তাসফিয়া আক্তার রুমা (১৬) এবং তার ভাই অনিক (২২)। এসময় রবিনের চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় প্রেমিকা রুমা এবং তার ভাই অনিক।
দগ্ধ রবিনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় হত্যাচেষ্টাকারী ঘাতক তাসফিয়া আক্তার রুমা এবং তার ভাই অনিককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, পার্শ্ববর্তী বড়দৈল গ্রামের দক্ষিণ পাড়ার গাড়িচালক শফিক মিয়ার ছেলে অনিক এবং মেয়ে তাসফিয়া আক্তার রুমা। এ ঘটনায় রবিনের বাবা রেজাউল করিম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান জানান, এ ঘটনায় মূল ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আসামিরা মুখ খুলছে না। তদন্তের পর এ ঘটনার রহস্য জানা যাবে।