এবার কোরবানির ঈদে ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (১০ জুলাই) ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মিরপুরের সনি স্কয়ার এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম পরিদর্শন এসে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সন্ধ্যার মধ্যে বেশিরভাগ বর্জ্য অপসারণ করা। আমাদের ১০ হাজার লোক ও ৬০০ গাড়ি মাঠে কাজ করছে। আমরা ১২ ঘণ্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো বলে আশা রাখি।’
তিনি জানিয়েছেন, বর্জ্য অপসারণের লক্ষ্য অর্জন করতে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মাঠে রয়েছে।
তিনি নগরবাসীকে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামীকালের মধ্যে কোরবানি সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।