স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে একটি সড়কের পাশে বক্তৃতা দেওয়ার সময় অজ্ঞাত এক বন্দুকধারী তার ওপর গুলি চালায়।
প্রতিবেদনে বলা হয়, বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে (৪০) আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আবের বক্তৃতার সময় পরপর দুটি গুলির শব্দ শুনতে পান তারা। প্রথম গুলির সময় আবে চমকে ওঠেন। পরের গুলিতে তিনি মাটিতে পড়ে যান।