রাজবাড়ীতে ভুয়া কাবিনানামা তৈরি করে ৩০ লাখ টাকা দেনমোহর সহ স্বামী দাবির অভিযোগে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ দুই সাক্ষীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, সাক্ষী বাগমারা গ্রামের রোকন আলী বিশ্বাস ও গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর গ্রামের মো. সারো আলী গায়েন।
রোববার (৩ জুলাই) দুপুরে তারা আদালতে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ।
মামলার বিবরণে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার জনৈক মো. সুমন মিয়াকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন স্বামী হিসেবে দাবি করে ৩০ লাখ টাকা কাবিননামা তৈরি করেন। কিন্তু সুমন ওই কাবিননামা জাল দাবি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আলেয়া খাতুন এবং কাবিননামায় সই করা দুইজন সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জানান, আদালত শুনানি শেষে কাগজপত্রের ত্রুটি মনে করায় তিন আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠান।