ইয়েমেনের তাইজ শহরের পশ্চিমে আল-ধাবাব এলাকায় একটি সেনা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনাকে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবের লঙ্ঘন বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুথি বিদ্রোহীরা ২৭৭৮ বার এটি লঙ্ঘন করেছে।
দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির পরেও হুথিরা আর্টিলারি নিক্ষেপ, দুর্গ ও নতুন ঘাঁটি স্থাপন, সড়ক নির্মাণ, মাইন পোতা ও ড্রোন ব্যবহার করেছে।
এছাড়া স্নাইপার ব্যবহার করে সেনাবাহিনীর ঘাঁটি ও আবাসিক এলাকায় হুথিরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে।