ভারত জুড়ে চলা ধর্মীয় সহিংসতার জন্যে নূপুর শর্মাকে দায়ী করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এজন্যে তাকে দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১ জুন) নিজের বিরুদ্ধে হওয়া সব মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন করলে বিচারপতি সূর্যকান্তের আদালত তা খারিজ করে দেন।
শুনানিতে আদালত নূপুর শর্মার আইনজীবীকে বলেন, “আমরা ওই বিতর্কটি দেখেছি। সেখানে তিনি যেভাবে কথা বলেছেন, তাও দেখেছি। একজন আইনজীবী হয়ে নূপুর শর্মা যা করেছেন তা লজ্জার। এজন্যে আপনার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিৎ।”
এ সময় নূপুর শর্মার আইনজীবী আদালতকে জানান, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
এ কথা শুনে আদালত বলেন, “তিনি হুমকির মুখে পড়েছেন, নাকি তিনিই নিরাপত্তার জন্যে হুমকি! তার কারণে দেশে যে সহিংসতা তৈরি হয়েছে, সেটার দায় একান্ত তার নিজের।”
শুনানিতে আদালত দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেন। পরে নূপুরের আবেদন খারিজ করে দেন আদালত।