চোখে আমার শর্ষেফুল
– রাজিন মুস্তাফা
জগতে কি করছি ধুর
অন্যের বউ নিজের করিয়া
ভাবছি আমি হুর।
করেছি মানবিক কাজ
টেলিভিশনে খবর দেখে
স্ত্রীর মাথায় বাজ।
খেলাম খোদার কসম
সব শোনার পরেও শালাদের
রাগে খাড়া পশম!
কি করি? কি করি?
সবার আগে ফোন দিয়ে
জানাতে হবে বাড়ি
ফোন ধরলো বউ
বলি আমার আরেক বউ ছিলো
জানতো নাকো কেউ।
হলো কি আমার হায়?
চারিদিকে শর্ষে দেখি
যতদূর চোখ যায়।
বলেন সৃষ্টিকর্তা
তোমারদের মতো লোকের মুখে
যেন যায় না আমার বার্তা।