টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে ক্রমেই অবনতি হচ্ছে সিলেটর বন্যা পরিস্থিতি। ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলাটি। বন্ধ করা হয়েছে বিমান চলাচল, এবার প্ল্যাটফর্মে পানি উঠে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।
শনিবার (১৮ জুন) দুপুর ২ সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক বলেন, “সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ৬ ইঞ্চি পরিমাণ পানি। এ অবস্থায় সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত মাইজগাঁও স্টেশনে এসে থামবে। বিকেলে এটি সেখান থেকে ছেড়ে যাবে।”
প্রসঙ্গত, রানওয়েতে পানি উঠে পড়ায় শুক্রবার বিকেল থেকে সিলেট থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।