ইতালিতে একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার দুইদিন পর তার ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই মারা গেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শনিবার (১১ জুন) টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। গত বৃহস্পতিবার এই ৭ জনকে নিয়ে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হেলিকপ্টারটি টাস্কানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি হারিয়ে যায়। রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার দুইদিন পর শনিবার উদ্ধারকারীরা হেলিকপ্টার এবং সাত আরোহীর মরদেহের সন্ধান পায়।
এক বিবৃতিতে মোডেনা শহরের প্রিফেক্ট অফিস জানায়, নিহতদের মধ্যে চারজন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক। তারা ব্যবসায়িক কাজে ইতালিতে ছিলেন। নিহত আরেকজন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক।