২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত এই বাজেটে মুদ্রাস্ফীতির হার ৫.৬%-এর লক্ষ্য সরকারের।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতায় এ লক্ষ্যমাত্রার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, আগামী ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মূল কৌশল হবে বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো। সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রণোদনা কার্যক্রমসহ খাতভিত্তিক বাজেট বরাদ্দ নির্ধারণ করেছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতির হার প্রাথমিকভাবে ৫.৩% হতে পারে বলে ধারণা করা হয়েছিল। পরে তা সংশোধন করে সরকার ৫.৮% করে।