আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ০.২৫% বেশি।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা উল্লেখ করেন।
চলমান ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাময়িক হিসাবে প্রবৃদ্ধি ধরা হয় ৭.২৫%।
গত ১৩ এপ্রিল এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছিল, ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন ২০২২-২৩ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬.৯%।
সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের ৬.৯% প্রবৃদ্ধি হতে পারে। আর ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়াতে পারে ৭.১%।
গত ১৩ বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৬.৬%, যা ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ৭% এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮% অতিক্রম করে।