চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।
মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল।
৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিক পণ্যবোঝাই কন্টেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এতে এখন পর্যন্ত ৪৪ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।