সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে সংস্থাটির ফরেনসিক বিভাগ। এর নেতৃত্বে দিচ্ছেন চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম।
সকাল থেকেই সেখানে ভিড় করছেন নিহতদের স্বজনরা। জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, “দুর্ঘটনায় যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনো দুজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেসব লাশ শনাক্ত করা সম্ভব হয়নি সেসব লাশের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে।”
ডিএনএ রিপোর্ট পেতে এক মাস কিংবা আরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন ডিএনএ সংগ্রহকারীরা।