হুগলী জেলার উত্তরপাড়া ‘জীবন স্মৃতি’র উদ্যোগে ভুবন সোমের স্রষ্টা খ্যাত চিত্র নির্মাতা মৃনাল সেন’র জীবন দর্শন ও চলচ্চিত্র বিষয়ক সংগ্রহশালা ‘মৃনাল মঞ্জুষা’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
২০১৮ মৃনাল সেনের প্রয়াণের পর ২০১৯ এ পুত্র কুনাল সেন ‘জীবন স্মৃতি’কে দান করেছেন মৃনাল সেনের সংগ্রহের ফিল্ম, শিল্প, রাজনীতি বিষয়ক ইংরেজি ও বাংলা মিলিয়ে মোট ৪২৫ টি পত্র পত্রিকা, বই ও একটি কাঠের বুক সেলফ। এছাড়াও দান করেছেন মৃনাল সেন পরিচালিত চলচ্চিত্র বিষয়ক ২৫০ টি শুটিং এর স্থির চিত্র। সিনেমা সেটে ব্যবহৃত ঘোড়ার ছবি ও ব্যক্তিগত ব্যবহৃত কলম, চশমা, তার পরিধেয় বস্ত্র পাজামা, পাঞ্জাবী, পাইপসহ নানান ধরণের চলমান ও স্থিরচিত্র রয়েছে এই সংগ্রহে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রী সোমেশ্বর ভৌমিক ১৯৮৭ সালে তাঁর নিজের নেওয়া মৃনাল সেনের আড়াই ঘন্টার অডিও সাক্ষাৎকার দান করেছেন।
আধুনিক ও সুসজ্জিত এই প্রদর্শনী কক্ষে আরও রয়েছে বিভিন্ন সময়ের প্রকাশিত ওঁনার ও বিভিন্ন ব্যক্তির মৃনাল সেন প্রসঙ্গে লেখা এই সংগ্রহে আছে। সংগ্রহ করা হয়েছে মৃনাল সেন পরিচালিত কাহিনী চিত্র, তথ্যচিত্র ও টেলিভশন ধারাবাহিকের ডিজিটাল কপি। মৃনাল সেন রচিত বই বিশেষত প্রথম সংস্করণ। ক্যামেরায় বন্দি করা হয়েছে মৃনাল সেনের আত্মীয়, বন্ধু বান্ধব এবং তাঁর পরিচালিত নাটক ও চলচিত্রের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের সাক্ষাৎকার। এসকল বিষয় নিয়েই একটি তথ্যচিত্র নির্মাণের কাজ চলছে।
তথ্যসূত্র ও ছবি কৃতজ্ঞতা: রাজর্ষি চট্টোপাধ্যায়