ভারত থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশের ঘটনা ঢাকাকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই এই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়াও দেশটি থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ড. মোমেন বলেন, “সম্প্রতি দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে, বাংলাদেশে আসলে তারা ভালো খাওয়া-দাওয়া পাবে।”
এ পর্যন্ত কতজন রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশে এসেছে, জানতে চাইলে তিনি বলেন, “বেশ কিছু রোহিঙ্গা এসেছে। এখন পর্যন্ত আমরা ১৮ জনকে ধরেছি। তারা দুই দেশের দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া আছে, সেসব জায়গা দিয়েও তারা ঢোকার চেষ্টা করছে।”
বাংলাদেশে রোহিঙ্গারা আসছে কেন, এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশে অনুপ্রবেশ করার কারণ জানতে চাইলে রোহিঙ্গারা বলছে, তোমরা ভালো খাবার দিচ্ছ, আমরা এত বছর ভারতে কষ্টে ছিলাম। বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।”