ইউক্রেনের মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় আটকে পড়া সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এদিকে দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শত শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন।
দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, মারাত্মক আহত ৫৩ সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী দল এবং রেডক্রস ও জাতিসংঘের প্রতিনিধিরা এ উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। ’
ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে। ’
গত মার্চের শুরুতে দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল ঘিরে ফেলে রুশ সেনারা। রুশ বাহিনী শুরু থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে আসছিল।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।