সকাল বেলায় খবর ছড়ায়
পাড়ায় পাড়ায় ঘুরি
কমল বাবু সিঁদ কেটেছেন
করেছেন তিনি চুরি।
সেকি কথা ওনার নামে
সদাশিব এক ব্যক্তি
শুনে সবার গালেতে হাত
পায়না খুঁজে যুক্তি।
বয়স এখন কমল বাবুর
ষাটের শেষের ঘরে
এই বয়সে প্রেম জমেছে
মনের গোপন স্তরে।
এই মনতেই ওড়ান তিনি
রঙিন স্বপ্ন ঘুড়ি
সেই স্বপ্নের ভেলায় ভেসে
করেছেন তিনি চুরি।
প্রতিদিনই স্বপ্ন দ্যাখেন
স্বপ্নে বেড়ান ঘুরি
স্বপ্ন দিয়ে করেছেন চুরি
ষাট বছরের বুড়ি।
একসাথে ছিলেন বৃদ্ধাশ্রমে
করেছেন তাঁরা যুক্তি
চার দেয়ালের প্রাচীরের থেকে
নিতে চান তাঁরা মুক্তি।
সবাই ছোটে তাঁদের কাছে
জবাবদিহি নিতে
হেঁসে বলেন কমল বাবু
কাটলাম আমি ফিতে।
সবাই যদি গেয়ে ওঠে
নিস্কাম ভরা রাতে
বৃদ্ধাশ্রম বন্ধ হবে
ভরসা মুখর প্রাতে।
সারাজীবনের রোজগার বা,
ছেলে মেয়ের টাকায়
পড়ে আছি কারাগারে
জীবনের শেষ পাতায়।
নতুন পথে আসুক আলো
আসুক নতুন দৃষ্টি
দিনগুলি হোক নতুন রঙে
নতুন ভুবন সৃষ্টি।।
যদিও স্বপ্ন
এই নিবন্ধটি শেয়ার করুন
আশিস বসু, জন্ম ১৯৫৭ সালে দক্ষিণ ২৪ পরগনার বোড়াল গ্রামে অধুনা ব্রহ্মপুর সাউথ, কোলকাতা। ছোটবেলা থেকেই লেখার ঝোঁক। তিনি একজন কবি, গল্পকার ও ঔপন্যাসিক। ইতিমধ্যে লেখকের তিরিশটি গল্প, চোদ্দটি ‘গঙ্গা তান্ত্রিকের অলৌকিক গল্প’ এবং একটি উপন্যাস ‘পথ কোথায়’ রচনা করেছেন। উপন্যাসটি ইংরাজি ভাষায় ‘নোসন প্রেস’ কর্তৃক প্রকাশিত হয়েছে। তার লিখিত বই আমাজন ও ফ্লিকফার্ট এ পাওয়া যাচ্ছে । এছাড়াও তিনি অসংখ্য কবিতা লিখেছেন।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন