শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সাংসদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই আত্মহত্যা করেন ওই সাংসদ।
সোমবার (৯ মে) নিতাম্বুয়া শহরে ক্ষমতাসীন দলের সাংসদ অমরকীর্থী আথুকোরালার গাড়ি অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তিনি অবরোধকারীদের ওপর গুলি চালালে দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।
দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পরপরই ওই সাংসদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং কাছাকাছি একটি ভবনে আশ্রয় নেন। এক পর্যায়ে হাজার হাজার বিক্ষোভকারী ভবনটি ঘেরাও করলে একই পিস্তল দিয়ে নিজের জীবন শেষ করেন তিনি।
জানা গেছে, সোমবার পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের লক্ষ্যবস্তু করে রাস্তায় নেমেছেন দেশটির হাজারো মানুষ। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।
উল্লেখ্য, সহিংসতায় অন্তত ১৩৮ জন আহত হয়ে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন বলে হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন।