বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে দলের বাইরে থাকবেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজুর হোসেন চৌধুরী বলেন, সাকিব আল হাসান গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দেশে ফেরার পর নমুনি পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।
রবিবার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ২৩ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।