বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অস্থায়ী হিসাব অনুযায়ী, দেশের মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মান্নান বলেন, ‘‘আমাদের মাথাপিছু আয় ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮২৪ বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকায় পৌঁছেছে, যা গত অর্থবছরে (২০২১-২২) ছিল দুই হাজার ৫৯১।’’
চলতি অর্থবছরের ৬-৭ মাসের তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে জিডিপির এ অস্থায়ী অনুমান করা হয়েছে।
মন্ত্রী বলেন, অনুমান অনুযায়ী ২০২১-২২ বিদায়ী অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭.২৫%, যা গত অর্থবছরে ছিল ৬.৯৪%।
দেশের জিডিপি ২০২০-২১ অর্থবছরে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার (৩৫ লাখ ৩০ হাজার ২০০ কোটি টাকা) থেকে বেড়ে ২০২১-২২ অর্থবছরে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার (৩৯ লাখ ৭৬ হাজার ৫০০ কোটি টাকা) হয়েছে।
তিনটি প্রধান খাতের মধ্যে কৃষি খাতে ২.২০%, শিল্প খাতে ১০.৪৪% এবং সেবা খাতে ৬.৩১% বেড়েছে।