ইউক্রেন জানিয়েছে, আজভস্টালে আটকে থাকা তাদের সর্বশেষ সেনা ইউনিটকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। তারা জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানার ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা।
এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দখলদাররা আজভস্টাল এলাকায় ইউক্রেনীয় ইউনিটগুলোকে অবরুদ্ধ করা ও ধ্বংস করে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের সহায়তা নিয়ে স্টিল কারখানাটির দখল নেওয়ার জন্য আক্রমণ শুরু করেছে।
এদিকে আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া।
আর রাশিয়া এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রাশিয়া চাইছে স্টিল কারখানার ভেতর আটকে থাকা সেনাদের ধ্বংস করে দিতে।
এদিকে রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতির কথা বললেও তারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
সূত্র: আল জাজিরা