টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে রুস্তম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২ মে) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুস্তম উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুইটা জাটিবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। আহতরা হলেন- আব্দুল করিম, তাজিম উদ্দিন,কাজিম উদ্দিন, ফজলুল হক, শাজাহান ও দেলোয়ার।
স্থানীয়রা জানান, তিন দিন আগে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে ঝাটিবাড়ী গ্রামের আব্দুল করিম ও একই গ্রামের স্বপেনের ছেলে ইকবাল আর মিলনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৮টার দিকে স্বপেন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে আব্দুল করিমের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম ও শাজাহান বাদে বাকি পাঁচজনকে ভর্তি করে এবং তাদের দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।