এক বৃদ্ধা নারীকে মৃত ঘোষণার পর মর্গে পাঠানো হয়, এর কিছুক্ষণ বাদের নড়ে ওঠে ওই বৃদ্ধা নারী। ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই প্রদেশের একটি কেয়ার হোমের মর্গে। এরপর আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেয়ার হোমের চার কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার শেষ রাতের দিকে চীনের সাংহাইয়ের পুতুও জেলার কর্মকর্তারা এ ঘটনা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
তবে ওই বৃদ্ধা রোগীর পরিচয় এখনও জানা যায়নি।
এই ঘটনায় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনলাইনে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সাবেক প্রধান সম্পাদক জু জিজিং বলেছেন, এটি দায়িত্বের গুরুতর অবহেলা। যা প্রায় মৃত্যুর দিকে নিয়ে যায়।
গত রোববার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মর্গের দুই কর্মী একটি ব্যাগে ভরে ওই নারীর দেহ গাড়িতে তুলছেন। পরে তাদের একজনকে ব্যাগটি খুলতে দেখা যায় এবং অপরজনকে বলতে শোনা যায়, রোগী এখনও বেঁচে আছেন।
জানা গেছে, এ ঘটনায় কেয়ার হোমের চার কর্মকর্তা এবং একজন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-পরিচালক এবং কেয়ার হোমের পরিচালকসহ চার কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একজন চিকিৎসকের মেডিক্যাল লাইসেন্সও বাতিল করা হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে অপর এক ব্যক্তি বলেছেন, সাংহাইয়ে যে বিশৃঙ্খলা ঘটছে, এটি তারই লক্ষণ।
সূত্র: একাত্তর টেলিভিশন।