ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতরের মতো আনন্দের দিনে তার পরিবারে এখন চলছে শোকের মাতম।
মঙ্গলবার (৩ মে) জেলার সকাল ৯টার দিকে আখাউড়া পৌর এলাকার খড়মপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত রনি মিয়ার বাড়ি পৌর এলাকার দূর্গাপুরে।
এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল চন্দ্র ভৌমিক।
দূর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঈদের নামাজ আদায় করে রনি তার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে কবরস্থানে যান। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন রনিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার সকালে রনি নামের এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, সকালে ঈদের নামাজের পরপর জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করা অবস্থায় বজ্রপাতে রনি নামের যুবকের মৃত্যু হয়েছে।