সেঁচের মটর চুরির হিড়িক পড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে পানির অভাবে ২১ বিঘা ধানের আবাদ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে সেঁচের ৪ টি বৈদ্যুতিক মটর চুরি যাওয়ায় ধানে ক্ষেতে পানি দিতে পারছে না কৃষকেরা। ফলে ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে।এ ঘটনার প্রতিবাদে ও চুরি যাওয়া মটর ফেরত পেতে পাড়কোলা গ্রামের মাসুম মিয়া নামের এক কৃষক বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেছেন।
সরেজমিন পরিদর্শনকালে পাড়কোলা গ্রামের ক্ষতিগ্রস্থ বেশ কয়েকজন কৃষক ও থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার পাড়কোলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দ্রæপের সংঘর্ষে এক হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র প্রায় প্রায়ই এ গ্রামের সাধারণ মানুষের সম্পদহানী ও চুরিতে সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ওই অসাধু চক্র ২১ বিঘা ধানের জমির সেঁচকার্যে ব্যবহৃত ৪টি বৈদ্যুতিক মটর ও নরকূপ রাতের আঁধারে চুরি করে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষকেরা। স্বল্প সময়ের ব্যবধানে সেঁচের ৪ টি বৈদ্যুতিক মটর ও নলকূপ খোয়া যাওয়ায় কৃষক সেরাজের ১ বিঘা, রশিদুলের ২ বিঘা, মুনজিলের দেড় বিঘা, শফিকুলের আধা বিঘা, শরিফের ২ বিঘা, হযরতের আড়াই বিঘা, শেখের ২ বিঘা ও একেন আলীর ৮ বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। আর মাসখানেক পরেই পাঁকতে শুরু করবে ধান। কিন্তু সময়মতো ধানের ক্ষেতে পানি দিতে না পারলে এ ২১ বিঘা জমির ধানের বিপর্যয় কোন ভাবেই রোধ করা যাবে না।
এদিকে, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বুধবার পাড়কোলা গ্রামে অভিযান চালিয়ে দুলাল (৪৫) নামের ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুলালকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#