ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিতে শুরু করে বিভিন্ন দেশ। তবে রাশিয়াও একের পর এক পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করছে মস্কো। প্রতিক্রিয়াই জার্মানি জানিয়েছে, এই সিদ্ধান্ত অন্যায্য।
এপ্রিলের শুরুর দিকে বার্লিন থেকে ৪০ জন রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানি। এবার রাশিয়া তারই জবাব দিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার হাতে একটি নোট তুলে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ এপ্রিল জার্মানি বার্লিন থেকে ৪০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। কূটনীতিকদের বহিষ্কার করার সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবখ যা বলেছিলেন, তা মানা যায় না। বেয়ারবখ বলেছিলেন, “রাশিয়ার দূতাবাসের প্রচুর কর্মী প্রতিদিন এখানে থেকে জর্মানির স্বাধীনতার বিরুদ্ধে, সমাজের সংহতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।”
জার্মানির সংবাদসংস্থা ডিপিএ জানাচ্ছে, মস্কোয় যতজন জার্মান কূটনীতিক আছেন, তার এক-তৃতীয়াংশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাশিয়া।
সংবাদসংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কাজ করলে তার জবাব দেওয়া হবে। এমনকি মস্কো জার্মানির সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তও নিতে পারে।
এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবখ রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। তিনি বলেন, “জার্মানি থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছিল, কারণ তারা গুপ্তচরবৃত্তি করতো। তাদের কূটনীতিক বলা যায় না। আমরা রাশিয়ার এই প্রতিক্রিয়া প্রত্যাশা করছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই ন্যায্য নয়।”
বেয়ারবখ আরও বলেন, “রাশিয়ার যে ৪০ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল, তারা একদিনের জন্যও কূটনৈতিক কাজ করেননি। কিন্তু রাশিয়া যাদের বহিষ্কার করলো, তারা কোনো অন্যায় করেননি।”