নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় ২ জন মাদক ব্যবসায়ী সহ ১ টি ট্রাক জব্দ করা হয়।
আজ ভোর ৫:৩০ মিনিটের দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ১৫০ টি প্লাস্টিকের ক্যারেটে ৫০ কেজি শুকনো গাঁজা, ২ টি মুঠোফোন ও গাঁজা বিক্রির নগদ ৭ হাজার টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন, কুমিল্লা জেলার, মুরাদ নগর উপজেলার, গোকুল নগর গ্রামের, আবুল খায়েরের পুত্র, মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার, ভাংগড়া গ্রামের, মৃত শাহ আলম এর পুত্র, মোঃ আনিছ মিয়া (৩৮)। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ফরহাদ হোসেন বলেন।
আটক কৃতরা জিজ্ঞাসা বাদে জানিয়েছেন তাঁরা কুমিল্লা জেলার সীমান্ত বর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। আটক কৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তাঁরা দীর্ঘ দিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ব্যপারে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক কৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের কে আদালতে পাঠানো হচ্ছে।