ক্যান্সারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে সাময়িকভাবে মন্ত্রীত্ব ছেড়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরতা দিয়ে জানা গেছে, স্বামীর মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ায় সম্প্রতি এক টুইটে সাময়িকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উইলমেস।
প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র সঙ্গে “পরামর্শ” করেই পুরো গ্রীষ্মকাল ছুটিতে থাকবেন বলে সোফি জানান।
টুইটে সোফি জানান, ক্যান্সার হঠাৎ করেই আমাদের জীবনে এসেছে। এমন কঠিন সময়ে একজন স্ত্রী ও একজন মা হিসেবে দায়িত্ব পালন করা সসর্বপ্রথম জরুরি।
অন্যদিকে, এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ডি ক্রুও বলেছেন, উইলমেসের সিদ্ধান্ত “সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য”।
তিনি “সরকার থেকে পদত্যাগ করছেন না” উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, রয়্যাল ডিক্রি জারি করে তাকে সাময়িকভাবে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে। আপাতত তিনি নিজেই পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সাবেক ফুটবলার ক্রিস স্টোনকে বিয়ে করেন এই বেলজিয়ামের সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সোফি উইলমেস।