রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, এমন বার্তা দিয়ে আবারও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এর আগে বৃহস্পতিবারও তিনি এমন সতর্কবার্তা দেন।
তিনি বলেন, ইউক্রেনে যেকোনও ধরনের অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া। তার এই সাক্ষাৎকার ইউক্রেনের ছয়টি নিউজ সাইটে প্রচার হয়।
এর আগে বৃহস্পতিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
রাশিয়া ইউক্রেনে এখন পর্যন্ত কোনও পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেছে বলে খবর পাওয়া যায়নি। গত ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ‘আক্রমণাত্মক বিবৃতি’র প্রতিক্রিয়ায় এ নির্দেশ দেন তিনি।
ইউক্রেনে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করলেও দূর পাল্লার মিসাইল নিক্ষেপ করছে রাশিয়া, এমন দাবি কিয়েভের। বিমান থেকেও শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।