রাশিয়ার সঙ্গে যুদ্ধে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির কর্মকর্তাদের ধারণা রাশিয়ার সঙ্গে যুদ্ধে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ হাজার সেনা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানান, ঠিক কতজন সেনা জীবিত আছে তা বলা কঠিন। জেলেনস্কি দাবি করেছেন, এ যুদ্ধে এখন পর্যন্ত ১৯ হাজার থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়ার কয়েক হাজার সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তবে গত মাসে মস্কো বলেছে, চলমান যুদ্ধে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে সেদেশের মৃত্যু আর ধ্বংসের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক মা তার ছেলের মৃতদেহ খুঁজে পেয়েছেন কুয়ার ভেতর।

- বিজ্ঞাপন -

শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “এইসব ভিডিও আমার জন্য ভয়ানক কষ্টদায়ক। একজন বাবা হয়ে এটা সহ্য করার ক্ষমতা আমার নেই। কারণ তখন আমার মনে কেবল প্রতিশোধ এবং হত্যার কথাই মনে আসে। কিন্তু একজন প্রেসিডেন্ট হিসেবে আমাকে ভিন্নভাবে ভাবতে হচ্ছে। অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাদের স্বজন হারাচ্ছে। লাখো মানুষ জীবন বাঁচাতে লড়ছে। আমরা সবাই লড়াই করতে চাই। কিন্তু আমাদের সবার লক্ষ্য হবে এই যুদ্ধকে দীর্ঘায়িত না করা। যত দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলবে, তত বেশি মানুষ প্রাণ হারাবে।”

এদিকে, ইউক্রেনের বন্দরনগরী মারিউপলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেন বলছে, রাশিয়ার কাছে অবরুদ্ধ থাকা এ শহরকে পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা। এরইমধ্যে শহরটিতে হাজারো বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন হাজারো মানুষ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!