ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকার ক্রামতোর্স্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
হামলার সময় স্টেশনটিতে হাজারো মানুষ ছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তাদের অধিকাংশই নারী ও শিশু। রাশিয়ার নতুন আক্রমণের মুখে তারা ওই অঞ্চল থেকে পালানোর চেষ্টা করছিলেন।
দনবাসের দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, পাঁচ শিশুসহ ৫২ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। ক্র্যামাটর্স্কের মেয়র অলেক্সান্ডার গনচারেঙ্কো বলেন, “হাত বা পা ছাড়া অনেক মানুষ গুরুতর অবস্থায় আছেন।”
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ওই সময় স্টেশনটির ভেতরে ও আশ-পাশে প্রায় চার হাজার বেসামরিক নাগরিক ছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্য নেতারা রাশিয়ার সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে স্টেশনে আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন। তবে রাশিয়া ইউক্রেনকে দোষারোপ করে বলছে, তারা স্টেশনে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে না।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এটিকে “সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।