অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছরের কিশোরসহ ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি সেনারা সামরিক অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের খবর নিশ্চিত করেছে।
বুধবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী কিশোর হত্যার ঘটনা স্বীকার করে বলেছে, ছেলেটি সেনাদের উদ্দেশ্যে পেট্রাল বোমা নিক্ষেপ করেছিল। তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা করতে তারা গুলি করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে সেনারা ফিলিস্তিনে গ্রেপ্তার অভিযান শুরু করার পর সংঘর্ষে রামাল্লার কাছে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার ৩৪ বছর বয়সী ফিলিস্তিনি আইনজীবী মুহাম্মদ হাসান মুহাম্মাদ আসাফও সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসাফ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একটি বিভাগে কাজ করতেন যেটি ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপের বিরুদ্ধে নথিপত্র এবং লবি করে থাকে। নাবলুস শহরে তার বুকে গুলি লেগে মৃত্যু হয়েছে।
ইসরায়েল গত তিন সপ্তাহে পশ্চিম তীর জুড়ে অভিযান ও গ্রেপ্তার বাড়িয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত গত সপ্তাহে তেল আবিবে নিহতসহ ১৪ জন নিহত হয়েছে।