আশুলিয়া দুই কিশোরীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীদের পরিবার। তবে এখন পর্যন্ত ধর্ষণের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার পর থেকেই “রুবেল হেয়ার ক্যাপ” নামের একটি হস্তশিল্প কারখানার সুপারভাইজার মোক্তার ও শ্রমিক আরিফ পলাতক রয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীদের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দুই কিশোরী উত্তর গাজীরচট এলাকায় রুবেল হেয়ার ক্যাপ কারখানায় কাজ করেন। এদের মধ্যে এক কিশোরীর সঙ্গে শ্রমিক আরিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে, ৯ এপ্রিল স্যাম্পল আনার কথা বলে দুই কিশোরকে কারখানা থেকে বাইরে নিয়ে যায় অভিযুক্ত আরিফ ও মোক্তার। পরে তাদেরকে ইউনিক এলাকার একটি ভবনের চতুর্থ তলার এক ফ্লাটে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করে।
দুই দিন পর ১১ এপ্রিল ওই কিশোরীদের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ধ ফ্লাট থেকে তাদেরকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই ) আউয়াল হোসেন বলেন, “দুই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে । এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”