রুশ অভিযানে অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে ২১ হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমন দাবি করেছেন স্থানীয় মেয়র ভাদিম বোইচেঙ্কো।
টেলিভিশনে মন্তব্যে মারিউপোলের মেয়র বলেন, রুশ বাহিনীর অভিযানের শুরু থেকে এত সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা নিরূপণ করা কঠিন।
তিনি আরও বলেন, রাস্তা থেকে মরদেহ সরিয়ে নেওয়ার প্রমাণ আছে। মরদেহ লুকিয়ে রাখতে তাদের জায়গা আছে। মারিউপোল শহরে নির্যাতনের প্রমাণ ধ্বংসের পরিকল্পনা করেছে তারা (রাশিয়া)। একে আমরা গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলি।
তবে সংবাদমাধ্যম আল জাজিরা মেয়রের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মারিউপোল রাশিয়ার সীমান্তের কাছাকাছি হওয়ায় অভিযানের শুরু থেকেই অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী। এই শহরটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ান সেনাদের হামলায় এখানে কয়েক লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। কিছুদিন আগেই প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মারিউপোলে আর কিছুই অবশিষ্ট নেই। রাশিয়ার হামলা সবই ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা।