ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল শুক্রবার থেকে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনালে আগাম টিকিট বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি আগামী সপ্তাহের মধ্যে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেবে। মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারাসহ ১০টি ডিপো থেকে আগাম টিকিট বিক্রি করবে তারা।
দেশের এয়ারলাইন্সগুলোও অভ্যন্তরীণ রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এছাড়া নিয়ম অনুসারে যাত্রার পাঁচ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
ঈদে আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঢাকা পোস্টকে বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের সভা হয়েছে গতকাল সোমবার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৬ এপ্রিল থেকে ২ মের টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি করব। শ্যামলী ও হানিফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানি কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছে।
বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক (পরিচালনা) শুকদেব ঢালী মঙ্গলবার বিকেলে ঢাকা পোস্টকে বলেন, আমাদের সংস্থার মাসিক সমন্বয় সভা হয়েছে। সভায় ঈদ সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কবে থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে তা আগামী সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দিতে পারব। সাধারণত ঈদের এক সপ্তাহ আগে থেকে বিআরটিসির বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়।