নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেলওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলির ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।
স্টেশনের মেঝেতে আহতদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে যায়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ওই বন্দুকধারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বন্দুকধারীর পরনে কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট ও মুখে গ্যাস মাস্ক ছিল।
এদিকে মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্র নিউইয়র্কবাসীদের নিরাপত্তার জন্য ওই এলাকা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গুলি চালায় এবং স্টেশনে আসা একটি ট্রেনের ভেতরে ধোঁয়া বোমা ছুঁড়ে। তবে স্টেশনের ভেতর আর কোনো সক্রিয় বিস্ফোরক নেই। এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিউইয়র্ক অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, তারা প্রথমে স্টেশনের ভেতর থেকে ধোঁয়া উঠার খবর পেয়ে সেখানে পৌঁছায়। তারা সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় দেখতে পান।
গত দুই বছরে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে গোলাগুলির ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল পর্যন্ত অন্তত ২৬০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। আর গত এক সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৬-এ।