ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের মেয়র জানিয়েছেন রুশ হামলায় তার শহরে ১০ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সোমবার (১১ এপ্রিল) দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে ফোনে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো। এ সময় রাশিয়ান বাহিনীকে বহির্বিশ্বের কাছ থেকে সেখানে হত্যাকাণ্ড লুকানোর প্রয়াসে শহরে আটক মানবিক কনভয়কে কয়েক সপ্তাহ অবরুদ্ধ করারও অভিযোগ করেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে আগ্রাসনের নির্দেশ দেওয়ার পরপরই শুরু হওয়া রুশ হামলার কারণে মারিওপোল অবরুদ্ধ হয়ে পড়ে।
বয়চেঙ্কো বলেন, রুশ বাহিনী মারিওপোলে হামলার শিকারদের মৃতদেহ নিষ্পত্তি করার জন্য বিশেষ সরঞ্জাম এনেছিল।
বয়চেঙ্কো মতে, রুশ বাহিনী অনেক মরদেহ একটি বিশাল শপিং সেন্টারে নিয়ে গেছে যেখানে স্টোরেজ সুবিধা এবং রেফ্রিজারেটর রয়েছে।
বয়চেঙ্কো মারিওপোলের বাইরে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত একটি অঞ্চল থেকে এসব বলেন।